শুক্রবার সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরাস্থ (মায়ের বাড়ি) জেলা মন্দির সমিতির নাট মন্দির প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ অসীম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মন্দির সমিতির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। মঙ্গল প্রদীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, অধ্যাপক ধীরেন্দ্র নাথ মাহাত্মা, দিলীপ চ্যাটার্জী, গোবিন্দ প্রসাদ ঘোষ, সুধীর নাথ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, মহিলা নেত্রী সুলেখা দাশ, স্বামী বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বরূপ ঘোষ, যুবনেতা রনজিত সরকার, যুব কমিটির সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, জয়দেব রায়, সন্দীপ বিশ্বাস, আহবায়ক বিশ্বনাথ দেবনাথ, ধীমান সরকার প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সচিব সুমন অধিকারী। প্রেস বিজ্ঞপ্তি
জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পূর্ববর্তী পোস্ট