নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিলের পানি নিস্কাশনের সরকারি খাল দখল মুক্ত করতে সহযোগিতা করায় কর্তৃক খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আছির উদ্দীন মোড়লের পুত্র ইদ্রিস আলী মোড়ল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলের প্রায় ১৫০ বিঘা জমি রয়েছে। তালা সদর ইউনিয়নের ৪টি গ্রামসহ আশে পাশের এলাকা এবং ১৫০বিঘা সম্পত্তির পানি নিস্কাশনের জন্য একটি মাত্র সরকারি খাল রয়েছে। যেটি অত্র এলাকার পানি নিস্কাশিত হয়ে আসছে দীর্ঘবছর ধরে। কিন্তু গত কয়েক বছর পূর্বে অত্র এলাকার মৃত. আব্দুর রহমানের ছোট পুত্র চিহ্নিত ভূমিদস্যু গাজী কামরুল ইসলাম, মৃত. আলতাফ খাঁর বড় পুত্র খান বোরহান উদ্দীন অপরিকল্পিত মৎস্যঘের পরিচালনার জন্য ওই খালটি অবৈধভাবে দখল করে রাখে। ফলে বর্ষা মৌসুমে উক্ত খাল দিয়ে পানি নিস্কাশিত হতে না দেওয়ায় সামান্য বর্ষা হলেই অত্র এলাকার শত শত বিঘা সম্পত্তি ৪টি গ্রামের শত শত বসতবাড়ি এবং কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যায়। ওই খালটি ওই ভূমিদস্যুদের কবলে থাকায় বর্ষা মৌসুমে এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে এলাকাবাসী খালটি খনন পূর্বক অবৈধ দখল মুক্তের দাবিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। খাল অবমুক্ত করনে এলাকাবাসীর সাথে আমারও অংশগ্রহণ ছিলো। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপে এসিল্যান্ড গত ২৩/১২/২০১৯ তারিখে উক্ত খালটি অবমুক্ত করেন।
এদিকে উক্ত খালটির দখলচ্যুত হওয়ায় ভূমিদস্যু গাজী কামরুল ও খান বোরহান উদ্দীন বেপরোয়া হয়ে ওঠে। তারা প্রকাশ্যে আমাকে খুন জখমের হুমকি প্রদর্শন করে। তারা হিং¯্র প্রকৃতির ব্যক্তি এবং তাদের ভাড়াটিয়া বাহিনী রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় তারা আমাকে যে কোন মুহুর্তে খুন জখম করতে পারে বলে আংশকা করছি। এছাড়া খান বোরহান উদ্দীনের পাশে থাকা ১০ বছর মেয়াদে লীজ নেওয়া সাড়ে ৪বিঘা জমিতে যেতে দেবে না, গেলে খুন, জখম করবে, জান ও মালের ক্ষতি করবে মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে। উক্ত গাজী কামরুল ও বোরহান ডিডের চুক্তি ভঙ্গ করে মৎস্য চাষের জন্য অত্র ১৫০ বিঘা জমিতে ২০/২২ ইঞ্জিন দ্বারা সেচ দিয়ে লোনা পানি ঢুকিয়েছে। এতে করে অত্র বিলের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সারা বিলে ওই লোনা পানিয়ে ছড়িয়ে পড়লে অত্র এলাকার ব্যাপক ক্ষতি হবে। এটা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।
দীর্ঘদিন ওই দখলদারদের কবলে থাকায় খালটি বুঝে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। ফলে খালটি দখলমুক্ত হলেও পুরোপুরি পানি নিস্কাশিত হচ্ছে না। এতে অত্র এলাকার প্রায় ১৫০ বিঘা জমিতে পাতা ফেলানো যাচ্ছে না এবং ইরি চাষ অনিশ্চিতার মধ্যে পড়েছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার হাজারো মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে অবিলম্বে খালটি খনন করলে এলাকাবাসী চিরকৃতজ্ঞা থাকবে।
তিনি আরো বলেন গাজী কামরুল ও বোরহান উদ্দীন ১ পৌষ থেকে ১০ পৌষের মধ্যে প্রত্যেকের হারির টাকা জমিওয়ালাদের পরিশোধের কথা থাকলেও তারা পরিশোধ করেনি। যা চুক্তির ভঙ্গের শামিল। এছাড়া উক্ত গাজী কামরুল ও খান বোরহান আইন অমান্য করে এলজিইডির রাস্তাকে ঘেরের ভেড়ী বানিয়ে মৎস্য চাষ করে আসছে। এতে করে দ্রুত ওই সকল রাস্তাগুলো নষ্ট হচ্ছে। ফলে এলাকাবাসীর চলাচলে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে আলাদা করে ভেড়ী দিয়ে করার জন্য এবং জীবনের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, ইউএনও এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামরা করেছেন তিনি।
তালায় সরকারি খাল দখল মুক্ত করতে সহযোগিতা করায় খুন জখম ও মিথ্যা মামলা দেয়ার হুমকি
পূর্ববর্তী পোস্ট