শিবপুর প্রতিনিধি: বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সুপ্ত প্রতিভা আছে তা জাগিয়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। জীবনে মানুষের মত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই তারা বড় হয়ে এদেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা সি.এন্ড.এফ এর সাধারণ-সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও মোস্তাফিজুর রহমান (নাসিম)। সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় এস,এম,সি কমিটির সভাপতি ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (মানি)’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসমস্ত কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থী নিজেদের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানা আ’লীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক আকবর আলী, শ্রম বিষয়ক সম্পাদক এস,এম আবুল কালাম আজাদ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সুমন হোসেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বাবু মনোরঞ্জন কুমার, তৌহিদুর রহমান। এসময় বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সচেতন হবার পরামর্শ দেন। মূল্যবান সময়ের অপচয় না করতে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার তাগিদ দেন বক্তারা । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাবু পরিমল কুমার সরকার, হাফিজুর রহমান, শিক্ষক মনিরুল ইসলাম (আলিম),মনোজ কুমার সরকার, হাবিবুর রহমান, দেবনাথ সরকার প্রমুখ। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের দারিদ্র কল্যাণ ফ্যান্ড থেকে বিদ্যালয়ের শতাধিক দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।