কালিগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক সমাপনি ও জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের আয়োজনে শনিবার ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা পরির্যদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের ৮০ এবং মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও উপকরণ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মল হক রাসেল। সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, শিক্ষক মোশাররাফ হোসেন, মোস্তাহিদুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রণতি সাহা, উজ্জল কুমার ঘোষ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক জিনিসের সঠিক ব্যবহার থাকতে হবে। জীবনটা নির্ভর করবে তোমার ব্যবহারের উপর। মানুষের দুটো জিনিস আছে একটা হল দেহ অন্যটা হল মন। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে পরিমিত খাদ্য খেতে হবে। অধিকাংশ বাচ্চাদের হাড দুর্বল, তাদের কিছু সময় রোদে থাকতে হবে। বর্তমানে ছেলে মেয়েদের মধ্যে আইকিউ সব চেয়ে কম। এজন্য শিক্ষার্থীদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। জীবনে বড় হতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি বড় বড় লেখকদের বই বেশী বেশী পড়তে হবে।
পূর্ববর্তী পোস্ট