শ্যামনগর ব্যুরো : পহেলা বৈশাখে সাতক্ষীরা ৪ আসনের এম.পি. জগলুল হায়দারের পক্ষ হতে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ, মুরগি, তরকারী ও চাউল বিতরন করেছেন। এম.পি. জগলুল হায়দারের ঐচ্ছিক তহবিল হতে নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়নের কয়েক শত প্রতিবন্ধীদের মাঝে ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন এবং পরে হত দরিদ্রদের মাঝে মুরগি, তরকারী ও চাউল বিতরণ করেন। টাকা সমাজের স্বচ্ছল ব্যক্তিরা উন্নত মানের খাবার খেয়ে নববর্ষ উদযাপন করে। কিন্তু আরও অনেক অস্বচ্ছল, গরীব, দুঃখী, অসহায় মানুষ আছে যারা বছরের বাকী সব দিনের মত সাধারণ খাবার খায় নববর্ষে। মনের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক অসুবিধার কারণে তারা এই দিনটিকে আলাদা ভাবে উদযাপন করতে পারে না। তাদের কষ্ট অনুভব করে জনবন্ধু এস, এম জগলুল হায়দার এমপি পহেলা বৈশাখ নববর্ষের দিনে শ্যামনগরের নকিপুর বাজার থেকে কয়েকজন অতি গরীব, অসহায় মানুষকে মাংস ও চাউল ক্রয় করে দেন। পরে প্রেসকøাবে এসে উপজেলার কালমেঘা গ্রামের হত দরিদ্র আশরাফ গাজীর পুত্র জাহিদুল ইসলামের মায়ের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা, শ্যামনগর প্রেসকøাবের সভাপতি জি, এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।