মৌসুমী, পপি আর পূর্ণিমা—চলচ্চিত্রের জনপ্রিয় তিন নায়িকা। তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। দেখা হলে একে অপরকে জড়িয়ে ধরেন, কথা বলেন, সময় থাকলে আড্ডা দেন। কিন্তু এবার তারা মুখোমুখি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রোববার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তাই এই তিন নায়িকা এসেছিলেন এফডিসিতে, মনোনয়নপত্র জমা দিতে। আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আলোচনার শুরু থেকে শোনা গেছে, এবার নির্বাচনে ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান—এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা নামে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়।
আজ সোমবার সকালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২১ পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ভোটার ৬২৪ জন।