কালিগঞ্জ প্রতিনিধি : “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই শ্লোগনকে সমনে রেখে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সু-শৃঙ্খল করণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। জেলা জনশক্তি ও কর্মসংস্থান জরিপ অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম প্রমুখ। সেমিনারে প্রেস বিফিং পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্ত আলোচনা ও গ্রুপ ভিত্তিক দলীয় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আ‘লীগের সভাপতি নরিম মাষ্ঠান, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, মেডিকেল অফিসার শাহিনুর ইসলাম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক। সেমিনারে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলা থেকে ১ হাজার যুবক ও যুবতিদের বিদেশে পাঠাবে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি তারা দক্ষতা অর্জন করতে করতে পারে সে জন্য টেনিংয়ের ব্যবস্থা রয়েছে। বিশ্ব বাজারে চাহিদা ভিত্তিক অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে কর্মপ্রত্যাশী জনগোষ্ঠীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও তাদের সুরক্ষা কল্যাণে কাজ করতে হবে। নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে অনলাইনে রেজিস্টেশন ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সংখ্যা দাড়িয়েছে ৯১৬৭ জন। পৃথিবীর ১৭৩ টি দেশে প্রায় ১ কোটি ২০ লাখ কর্মী কাজ করছে। বর্তমান সরকারের ১০ বছরে ৫৯ লক্ষ ৩৩ হাজার ৯৫ জন কর্মী বিদেশে কর্মসংস্থান সৃষ্ঠি হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদেশগামী যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণসহ বিদেশে যাওয়ার পূর্বে সার্বিক বিষয়ে ধারণা দেওয়া হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, ডাক্তার সহ বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।