দেবহাটা ব্যুরো : দেবহাটা ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) পিকনিক স্পট পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে পরিদর্শন শেষে পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী জেলা লেডিস ক্লাবের সভানেত্রী লাভলী কামাল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সিনিয়র মৎস্য বদরুজ্জামান, কৃষি অফিসার শরীফ মো: তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সট্রেক্টর লোকমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ, সহকারী উপ-প্রকৌশলী কর্মকর্তা ওমর আলী, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, ম্যানগ্রোভ কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কর ঘোষ সহ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা। জেলা প্রশাসক বিনোদন কেন্দ্রটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারকে। তিনি আরো জানান, জেলার অন্যতম এই বনটিতে দর্শণার্থীদের উপস্থিতি বাড়াতে ময়লা-অবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা হবে। বর্তমানে যে সব ন্যাশনাল সার্ভিসের কর্মীরা কেন্দ্রটিতে দায়িত্ব পালন করছে তাদেরকে হোটেল এন্ড রেস্টুরেন্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে সরকারি ভাবে হোটেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আগত দর্শণার্থীদের জন্য গাড়ি পার্কিংএর ব্যবস্থা, বিশেষ দিনগুলোতে টিকিটের মূল্য বৃদ্ধি ও লাকি কুপনের ব্যাবস্থা করা হবে বলে জানান। পিকনিকে আসা মানুষদের জন্য নতুন আরো স্পট তৈরী, বনের ভিতরের পরিবেশ রক্ষা, শিশু কর্ণারে আরো কিছু নতুন নতুন আইটেম বাড়ানো হবে বলেও জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট