নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শিশুদের জন্য নানা কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শিশু একাডেমি।
দিবসটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরায় জেলা প্রশাসনের সহযোগিতায় ক গ্রুপ: শিশু-৩য় শ্রেণি, খ গ্রুপ-৪র্থ-৬ষ্ঠ শ্রেণি, গ গ্রুপ: ৭ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, দ্যা পোল স্টোর পৌর হাইস্কুলের সহকারী শিক্ষক দিপক কুমার মৃধা, আর্ট শিক্ষক আব্দুস সবুর। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান ও অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম।