নিজস্ব প্রতিবেদক ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আজ রোববার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম চলবে। ফলে আজ থেকে আগামী ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দরট্।ি তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা এসময় যথারীতি যাতায়াত করতে পারবে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোঃ আব্দুল কাইয়ূম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন ভোমরা স্থল বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরো জানান, এই ৬ দিনে সরকার প্রায় ৯ কোটি টাকার রাজস্ব হারাবে। তবে, এই ছুটিতে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান, ।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট