নিজস্ব প্রতিনিধি : আকস্মিকভাবে লাগা আগুনে পুড়েছে প্রায় ৭লক্ষাধিক টাকার মালামাল। সেই সাথে পুড়েছে অসহায় ব্যবসায়ী আবুল আলিমের বুকভরা স্বপ্ন। ৩০ বছর বছর যাবত তীলে তীলে গড়ে তুলেছিলেন তার (ভাংড়ী) ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তার ব্যবসায় দাঁড় করিয়েছেন বলে জানান ব্যবসায়ী আব্দুল আলিম। সে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার মৃত. করিম গাইনের পুত্র।
ব্যবসায়ী আলিম জানান, প্রতিদিনের ন্যায় গত ১৫ মার্চ সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়ি যান। পরে ওই রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তিনি দ্রুত বাড়ি থেকে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ৪ ঘটনা ধরে আপ্রাণ চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষণে তীলে তীলে গড়া ব্যবসা প্রতিষ্ঠানের সর্বশ্ব পুড়ে ছাই। এতে তার প্রায় ৭লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তিনি ধারণা করছেন কে বা কারা গভীর রাতে শত্রুতা মূলকভাবে আগুন লাগিয়েছে। যদিও কি কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে আব্দুল আলিমের উপার্জনের একমাত্র প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
এবিষয়ে সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা বলেন, আব্দুল আলিম একজন নিরিহ ব্যবসায়ী। গত ১৫ মার্চ রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ার ঘটনা অত্যান্ত দু:খ জনক।