আবু ছালেক : শনিবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত এডিএস প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান,ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন,সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, এডিএস প্রেসক্লাবের সহ সভাপতি মেজবাহউদ্দিন টপি, সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংবাদিক আকাশ হোসেন, মুর্শিদ আলম, তৈমুর হাসান,শেখ রিপজা হোসেন,শেখ খাবিরুল্লাহ,ইছাক বিন ফরমান, সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন সাংবাদিকরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে, এলাকার সকল উন্নয়ন মূলক তথ্য প্রচার করতে হবে, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র সমাজের আয়না। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার ও দুর্নীতি তুলে ধরে সমাজকে কলুষমুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সাংবাদিকরা। তাই আমি বলবো, আপনারা কলম সৈনিক আপনাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে সহযোগীতা করবেন।, তিনি আরও বলেনআমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সাংবাদিকরা কোন কালেই কারো প্রতিপক্ষ ছিলেন না। এখনও নেই। সুস্থ ও সুন্দর ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্য নিয়েই তারা এই শঙ্কাকুল পেশায় কাজ করেন। সবারই স্মরণ রাখা উচিত হবে যে- দু-একজন কলমযোদ্ধাকে সরিয়ে দিয়ে নিজের অপরাধ ঢাকা যায় না। সত্য একদিন বের হবেই।তাই উচিত হবে, আত্মশুদ্ধি করা। আর এটা ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্র সবার জন্যই মঙ্গল। রাষ্ট্রযন্ত্রকেও মাথায় রাখতে হবে যে, সাংবাদিকরা দুরন্ত সাহস নিয়ে সংবাদ প্রকাশ করেন। এজন্যই নানা অনিয়ম-দুর্নীতি রুখে দেওয়া যায়। জনগনের অর্থ লোপাট বন্ধ হয়। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। জনকল্যাণ নিশ্চিত করা যায়। শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের আশ্বাষ দেন তিনি।
পূর্ববর্তী পোস্ট