মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিনেরপোতা কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র হলরুমে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আব্দুল কাদের। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (ডিসিসিটি), পরিবশে ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ কৃষি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন প্রমুখ। কৃষক সমাবেশে লবণাক্ত এলাকায় স্লোপিং বেড রোপন পদ্ধতি এবং জিপসাম ও সিলিকন প্রয়োগের মাধ্যমে বোরো ধানের ফলন বৃদ্ধি করণ বিষয়ে আলোচনা করা হয়। পরমাণু কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল জাত/প্রযুক্তি উদ্ভাবন ও বিভিন্ন পরিবেশ অঞ্চলে অভিযোজন প্রকল্পের আওতায় এ কৃষক সমাবেশে শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবির।
পূর্ববর্তী পোস্ট