আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ১ কিলোমিটার ও ৫০০ মিটারের দুটি (এইচ ডি ডি) ইটের সোলিং রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুটির মধ্যে ১টি শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের নাপিত বাড়ির মোড় হতে মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার। অন্যটি শোভনালী ইউনিয়নের মজগুর খালী গ্রামের লতিফের বাড়ি থেকে ৫০০ মিটার। মঙ্গলবার বেলা ১১ টায় বাঁকড়া নাপিত বাড়ির মোড় থেকে মসজিদ পর্যন্ত ইটের সোলিং রাস্তার উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এর প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। উদ্বোধনের পূর্বে শম্ভুজিত মন্ডল সিডিউল অনুযায়ী বালি এবং ইটের গুণগত মান পরীক্ষা করেন। এ সময় তিনি ঠিকাদার সাগর এন্টারপ্রাইজের মালিক মোস্তফাকে উদ্দেশ্য করে বলেন, রাস্তার কাজে কোন রকম ২ নাম্বারী করা হলে বাঁকড়ার সাধারণ জনগণ কিন্তু ছাড় দিবে না। উল্লেখ্য, রাস্তা দুটি নির্মাণে ৭৮ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এসময় স্থানীয় ইউপি সদস্য গফ্ফার সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান, ঠিকাদার মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।