দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিপিএম) বার এর নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে এবং এনসিসি ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক দেবহাটার টাউনশ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কাশেমের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় ত্রান বিতরন অনুষ্ঠিত হয়। দেবহাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের বাছাই করা অপেক্ষাকৃত গরীব ও অসহায় কর্মহীনদের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় দিনহীন অসহায় কর্ম হারানো মানুষদের মধ্যে এই ত্রান তুলে দেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, এসআই আবু হানিফ, এসআই হেকমত আলী, এসআই আফিস ইকবাল, এসআই প্রবীর কুমার, এএসআই সুজিত বিশ^াস, এএসআই রাশিদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে অকারনে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ওসি বিপ্লব কুমার সাহা আহবান জানান।