নিজস্ব প্রতিবেদক: নেতিবাচক খবরে শিরোনাম হতে ওস্তাদ মহিলা সাংসদ পুত্র রুমন গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তিনি অক্ষত থাকলেও দুমড়ে মুছড়ে গেছে তার মায়ের বিলাসবহুল গাড়িটি। রবিবার বিকেলেই তিনি সাতক্ষীলা পৌরভবন এলাকার এক আ.লীগ নেতাকে বেদম পিটিয়ে খবরের শিরোনাম হয়েছেন। এরপর এই গাড়ি দুর্ঘটনা।
রোববার রাত সাড়ে ৯টার পরয় সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁশকল পয়েন্টের অদূরে একটি কালভার্টে আঘাত খেয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই এমপি পুত্র রাশেদ সরোয়ার রুমন গাড়িটি ফেলে অজ্ঞাতস্থানে চলে যান। তিনি গাড়িটি উদ্ধারের জন্য ক্রেন আনতে যাচ্ছেন বলে স্থানীয়দের জানিয়েছেন।
রুমন সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সাংসদ মিসেস রিফাত আমিনের ছেলে।
ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, “রুমন তার মায়ের ব্যবহৃত জঅঠ-৪ মডেলের মিনি পাজেরোটি (ঢাকা মেট্রো ঘ ১৫-১৬৩০) নিয়ে ভোমরা স্থল বন্দরের দিকে নিজেই চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কের কালভার্টে আঘাত করলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। স্থানীয়দের গাড়িটি উদ্ধারে সহায়তা করতে বলে তিনি অজ্ঞাতস্থানে চলে যান। এর পর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি।
এসআই নজরুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, রুমন গাড়িটি উত্তোলনের জন্য ক্রেন আনতে বাইরে গেছেন বলে জানিয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িতে আর কেউ ছিল না বলেও জানান তিনি। গাড়ি চালনোর সময় রুমন মাদকাসক্ত ছিলেন কিনা, সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। এমনকি গাড়িতে কোনো অবৈধ মালামাল আছে কিনা তাও নিশ্চিত হতে পুলিশ কাজ করছে বলে জানান এসআই।
রাত ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি ঘটনাস্থলেই ছিল।
পূর্ববর্তী পোস্ট