বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুই গরুসহ ৩ চোর আটক হয়েছে। শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার বড়দল ইউনিয়ন ও খাজরা ইউনিয়ন দুই সীমান্তের মাঝখানে বামনডাঙ্গা কালভার্টের সন্নিকটে বামনডাঙ্গার বিল থেকে দুই গরু চুরি করে। ফকরাবাদ গ্রামের মৃত এশার গাজীর পুত্র গফফার গাজীর ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার নেতৃত্ব আশাশুনি থানায় প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দেবীনগর ফকির পাড়া গ্রামের মৃত এলেম ফকিরের পুত্র ও গোয়ালডাঙ্গা গ্রামের হামিদ মোড়লের জামাই উজ্জল ফকির (৩৪), মৃত দাউদ সরদারের পুত্র শফিকুল সরদার (৫৫) ও ফকরাবাদ গ্রামের মৃত এশার গাজীর পুত্র গফফার গাজী (৪৭)। উল্লেখ্য গত দুই বছর ধরে এলাকায় শত শত গরু চুরি হয়। আজ সেই চোর ধরা পড়ায় এলাকার স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে সাধারণ জনগণের মাঝে। আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান এ সংক্রান্তে থানায় ২৬(৪)২০২০ মামলা রুজু করে আসামীদেরকে বিচারার্থে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
পূর্ববর্তী পোস্ট