শ্যামনগর অফিস ঃ শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত। বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজহারের অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে সকালে কলবাড়ী মিটু গাজীর বাড়ীর সামনে। এজহারের অভিযোগে বলা হয়েছে গত ১৩ মে সকালে শাশুড়ী ও বৌমার মধ্যে গোলমাল হলে বৌ-মা লাকী তার শাশুড়ী রহিমার গলায় করাত দিয়ে কাটার চেষ্টা করে। এসময় রহিমার আত্ম-চিৎকারে তার স্বামী ফজলু গাইন ও পাশ্ববর্তী মোস্তফা এসে করাত কেড়ে নেয়। এসময় ফজলু ও তার স্ত্রীর হাত কেটে যায়। এরপর ফজলু ও তার স্ত্রী রহিমা ভ্যান যোগে তাদের দাতিনাখালীর বাড়ীতে যাওয়ার পথে কলবাড়ী মিঠু গাজীর বাড়ীর সামনে কলবাড়ী গ্রামের মৃত খালেক গাজীর ছেলে ওয়াদুদ, হযরত সহ ৪/৫ জন তাদের গতিরোধ করে মারধর করে ও ফজলুর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তাদের বাড়ীতে নিয়ে তার ভ্যান কেড়ে নেয় এবং আনোয়ারা, নাজমা, নাঈম ও আলেয়া বেগম তাদের পুনরায় মারটি করে ও সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর সহ মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয় মেম্বর কামরুল ইসলামের সহায়তায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ফজলু বাদী হয়ে ১৪ মে থানায় এজাহার এর অভিযোগ করে। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী পোস্ট