কালিগঞ্জ প্রতিনিধি : করোনা কালে কর্মহীন হয়ে পড়া নারীদের অংশ গ্রহনে পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় শাক সবজির চাষ বিষয়ক সভা, চারা ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঁকশিয়ালী গ্রামের ঘোষ পাড়ায় মৌসুমের বিভিন্ন প্রকার বীজ ও সবজির চারা বিতরণ করেন বে-সরকারী নারী উন্নয়ন সংগঠন প্রেরণা। সংগঠনের সভাপতি ও সহকারী শিক্ষিকা দিপিকা রানী ঘোষের সভাপতিত্বে সবজির চারা ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। তিনি বলেন “খাদ্য সংকট ঘুচাতে সবজি লাগাও বাড়ির আঙ্গিনতে” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর অনুপ্রেরণায় প্রেরণা নিজ উদ্যোগে অসহায় কর্মহীন নারীদের পাশে দাড়িয়েছে। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। প্রেরণার সহকারী পরিচালক গোবিন্দ গোস্মামীর সঞ্চালনায় চারা ও বীজ বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেরণার কর্মী শারমিন সুলতানা, সুজন ইসলাম, নাজমা পারভীন প্রমুখ। সভা শেষে কর্মহীন ২৫জন নারীর প্রত্যেকে পেঁপে, পুইশাক, বেগুন, লাউয়ের চারা, এবং বরবটি, ধুন্ধল, করোলা, লালশাক ও লাউয়ের বীজ দেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট