আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও পানি পানিবন্দি অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন সাতক্ষীরা জেলাআওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট ও শ্রীঊলা ইউনিয়নের হিজলিয়া এলাকার ওয়াপদা বেড়িবাঁধ পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সদর ইউনিয়নের ভাঙ্গন কবলিত ৭টি বাঁধ দ্রুত সংস্কার করায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম ও সদর ইউ পি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ সকলকে ধন্যবাদ জানান। নদী ভাঙ্গন কবলিত ওয়াপদা ভেড়িবাঁধ দ্রুত নির্মানের জন্য নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করেন। এরপর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের দেওয়া সুরক্ষা সামগ্রী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, মোল্ল্যা, ইউ পি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামসুল আলম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট