নিজস্ব প্রতিনিধি : রাবেয়া খাতুনের বয়স ৬৮। একদিকে করোনা অপরদিকে বার্ধক্য কোনটাই জীবনের জন্য ভাল যাচ্ছিল না তার। স্বামীর হাতে গড়া ৩০ বছরের আশ্রয়টুকু ভেঙে জবরদখলের জন্য চেষ্টা চালিয়ে আসছিল সাতক্ষীরা শহরের কামাননগরের আব্দুস সালাম ও তার নৈশপ্রহরী জামাতা সাইফুল ওরফে জেরো সাইফুল। ২০ রোজায় ঘরের দরজা, প্রাচীর ও ছাদের একাংশ ভাঙচুর করে। পথচারীরা বাধা দিলে একপর্যায়ে তার চলে যায়। বৃহষ্পতিবার সকাল না হতেই সালাম ও তার জামাতা সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসীরা আবারো ভাঙচুর শুরু করে। স্থানীয়দের বাধার মুখে হামলাকারিরা পিছু হঠতে বাধ্য হয়।
বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরার রাধানগরে কেষ্ট ময়রার ব্রীজের পাশে নিজ বসত ঘরের সামনে আল্লার কাছে প্রার্থনা করতে করতে সাংবাদিকদের একথা বলেন দাউদ সরদারের স্ত্রী রাবেয়া খাতুন।
তিনি বলেন, স্বামী দাউদ সরদার আশাশুনির প্রতাপনগরের কল্যাণপুর গ্রাম ছেড়ে ১৯৮৪ সাল থেকে শহরের রাধানগরে মিরাজ আলীর কাছ থেকে দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। ১৯৯১ সালে আড়াই শতক জমি দেওয়ার নাম করে ৭৫ হাজার টাকা নেন মিরাজ আলী। ওই জমিতে ঘর বাঁধার কথা বললে তারা দোকানের পাশে ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। এর কয়েক বছর পর মিরাজ আলী মারা যান। তার ছেলেরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করায় জমি লিখে দেননি তারা। ইতিমধ্যে তার স্বামী দাউদ সরদার মারা যাওয়ার পর থেকে মীরাজের ছেলে সালাম ও তার জামাতা চাপড়ার সাইফুল তাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করে আসছিল। ছেলে মকবুল ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সক্রিয় সদস্য। দায়িত্ব পালন করেছে পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতির। জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ২০০৮ সালে অ্যাড. মুস্তাফা লুৎফুল্লার পক্ষে ভোট করেছে। এখনো প্রতি মুহুর্তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। অথচ ক্ষমতাসীন দলের দু’একজন নেতাকে ম্যানেজ করে সালাম ও সিবি হাসপাতালের নৈশ প্রহরী জেরো সাইফুল তাদের আশ্রয়টুকুর ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। তাদের পাশে রয়েছেন সাতক্ষীরা সদও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার , সাংসদ অ্যাড, মুস্তাফা লুৎফুল্লাহসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আল্লাহ এর বিচার করবেন।
এদিকে ওয়ার্কার্স পার্টির নেতা মকবুল হোসেনের ঘরবাড়ি ভাঙচুর করে তাকে স্বপরিবারে আশ্রয়হীন করে ফেলার ষড়যন্ত্রের প্রতিবাদে কেষ্ট ময়রার ব্রীজের পাশে মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা অবিলম্বে সালাম, সাইফুলসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট