কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ধান চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ কাজী তোবারক হোসেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ অানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম আল মামুন, ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবিদ উত্তম কুমার পাল প্রমুখ। অালোচনা সভা শেষে উপজেলার পাঁচ ইউনিয়নে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্কার অর্থায়নে, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সুশীলনের সহযোগিতায় আম্পানে ক্ষতিগ্রস্ত ১৩২জন ধানচাষীকে সার, ধানের বীজ ও সাইলো ড্রাম প্রদান করা হয়।