নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজারকে মারপিটের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ম্যানেজার পলাশপোল এলাকার খান মোখলেছুর রহমানের পুত্র মাহফুজুর রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৬ ডিসেম্বর ২০২০ তারিখ সকালে সাতক্ষীরা থানাধীন কামালনগর এলাকায় মোটরসাইকেল যোগে মাহফুজুর রহমান পৌছাইলে বিপরিত দিক থেকে থানাঘাটা এলাকার নুরালী মোড়লের পুত্র আব্দুল আলিম ও আব্দুল আলিমের পুত্র বাবুদের মোটসাইকেলে সাথে ধাক্কা লাগে। এতে মাহফুজুর রহমান মাটিতে পড়ে যান। তখন উল্লেখিত ব্যক্তিগণ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দিলে আব্দুল আলিমসহ তার সাথে থাকা পুত্র বাবু এবং সুলতানপুর গ্রামের মৃত বারী খানের পুত্র মেজ বাবু, সাইফুল,ফিরোজ গং তাকে মারপিট করে গুরুত আহত করে। এসময় তার কাছে থাকা অফিসের ১লক্ষ ২৫ হাজার টাকা এবং ৩২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন কেড়ে নেয়। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা খুন জখমের হুমকি প্রর্দশন করে চলে যায়। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইন্সরেন্স কর্মকর্তা মাহফুজুর রহমান।
পূর্ববর্তী পোস্ট