প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিকদের অংশগ্রহণে ২০১৭-১৮ অর্থ বছরে কেমন বাজেট চাই শীর্ষক ওয়ার্ড পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সনাক সাতক্ষীরার সভাপতি ড. দিলারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে শেখ জাহাঙ্গীর হোসেন (কালু), মোঃ শফিকুল আলম, শেখ শফিক-উদ-দৌলা (সাগর) এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারাহা দিবা খান সাথী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ।
মুক্ত আলোচনায় উপস্থিত স্থানীয় নাগরিকগণ পৌর কাউন্সিলরবৃন্দের নিকট আসন্ন ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রনয়ণে সংশ্লিষ্ট ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, প্রাণসায়র খালের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, খেলার মাঠের ব্যবস্থা করা, কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা ও ড্রেন ব্যবস্থার সংস্কার, কালভার্ট নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, ময়লা ফেলার জন্য প্রয়োজনীয় ডাস্টবিন নির্মাণ, সঠিক ব্যক্তিকে বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা, হত-দরিদ্র নারীদের জন্য বিশেষ বরাদ্দ, পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা, বিদ্যুতের খুঁটি স্থাপন, একটি মাস্টার প্লান করে অর্থ বছরের বাজেটের মাধ্যমে উন্নয়ন কাজ করারও প্রস্তাব করেন।
মুক্ত আলোচনায় উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করেন কাউন্সিলরবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এডভোকেট একেএম শহীদুল্ল্যাহ, মো. তৈয়েব হাসান, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. খলিল খান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট