কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : দেবহাটার গোপাখালী টু ঘলঘলিয়া ব্রীজটির পাশে ভেঙ্গে মরন ফাদে পরিনত হয়েছে। গুরুত্বপূর্ন এই ব্রীজটির পাশের রাস্তা ভেঙ্গে খালের মধ্যে পতিত হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুই গ্রামের মধ্যে চলাচল করা মানুষগুলো যেকোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারে। তাছাড়া ব্রীজটির পাশেই রয়েছে গোপাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঐ স্কুলে চলাচল করা শিক্ষার্থীরাও রয়েছে হুমকির মুখে। সরেজমিনে জানা গেছে, উপজেলার টাউনশ্রীপুরের মধ্যে দিয়ে ভিতর পথ দিয়ে সহজে গোপাখালী হয়ে ঘলঘলিয়ায় যাওয়া যায়। সরকার ঐ সড়কটির গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসীর দাবীর কারনে কিছুদিন পূর্বে ঐ সড়কটি পাকাকরন কার্পেটিং (পিচের রাস্তা) করে দেয়। সেসময় সড়কটি হওয়ায় কাদার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসী। কিন্তু গোপাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি বেইলি ব্রীজ। ব্রীজটির সাথে রাস্তার সংযোগস্থলে ঐ পিচঢালা রাস্তাটি গত কয়েক মাস আগে ভেঙ্গে খালের মধ্যে চলে যায়। যার কারনে ঐ সড়কটিতে চলাচল করা মানুষগুলোকে অতি সাবধানে পথ চলাচল করতে হচ্ছে। কারন সামান্য অসাবধানবশত যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে আর যেকোন মানুষ খালের মধ্যে পড়ে যেতে পারে। বিশেষ করে স্কুলে দূরদূরান্ত থেকে চলাচল করা শিক্ষার্থীরা যেকোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারে। দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে ভাঙ্গনকৃত জায়গাটি সংস্কার করে দিয়েছেন। মানুষ যাতে স্বাভাবিক চলাচল করতে পারে সেজন্য দ্রæত সংস্কার করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ঐ ব্রীজটি দীর্ঘদিন আগে হওয়ায় বর্তমানে ব্রীজটি জরাজীর্ন। তিনি জানান, ব্রীজটি নতুন করে করার জন্য ২ কোটি বরাদ্দ প্রদান করা হয়েছে। খুব তাড়াতাড়ি ব্রীজটির কাজ শুরু করা হবে বলে উপজেলা প্রকৌশলী জানান।