প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: ইমদাদুল হক খুলনা বিভাগের ( ১০ জেলার মধ্যে ) শ্রেষ্ট রোভার স্কাউটস্্ কমিশনার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস্ কমিশনারের দায়িত্ব পালন করছেন। স্কাউটস্ আন্দোলনে অবদান রাখা এবং দক্ষ সমাজ গঠনে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ খুলনা বিভাগের শ্রেষ্ট রোভার কমিশনার নির্বাচিত হন তিনি।
মো: ইমদাদুল হক ২০০৩ সালে ন্যাশনাল সার্টিফিকেট , ২০০৭ সালে মেডেল অব মেরিট, ২০১০ সালে বার-টু মেডেল অব মেরিট, ২০১৬ সালে লং সার্ভিস ডেকোরেশন এবং ২০১৯ সালে সি.এন.সি এ্যাওয়ার্ড পদক প্রাপ্ত হন।
ইমদাদুল হক ১৯৬২ সালে সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি.এন হাইস্কুলে পড়াকালীন সময় থেকে রোভার স্কাউটস্ আন্দোলনের সাথে যুক্ত হন। ৭১ বছর বয়েসেও তিনি রোভার আন্দোলনের সাথে যুক্ত থেকে রোভার স্টাউটস্রে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মের সাথে যুক্ত থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। #
সাতক্ষীরার প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক বিভাগীয় শ্রেষ্ট রোভার স্কাউটস্ কমিশনার
পূর্ববর্তী পোস্ট