কালিগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় কালিগঞ্জে আনন্দ মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে নিদ্ধারিত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকর রবিউল ইসলামের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালানয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়াম্যান দিপালী রানী ঘোষ, অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। একই দিনে বিকেলে লেডিসক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে শিল্পকলা একাডেমি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধনে কালিগঞ্জে আনন্দ র্যালি
পূর্ববর্তী পোস্ট