দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত উক্ত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে নাংলার বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ। গত শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিঅ-৬/৫০৪৩/৩৭.১১.৪০৪১.৫০১.০১. ৬.২০.৩৮৭৩ নং স্মারকে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের ২৩-০৫-২০২১ ইং তারিখের আবেদন (আইডি-৬২৪৬) এর প্রেক্ষিতে দেবহাটা উপজেলাধীন ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৮-০৫-২০২০ তারিখের পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে নি¤œলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ, সাধারন শিক্ষক সদস্য হিসেবে সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে এ.এস.এম মাসুদ আনোয়ার ও সদস্য সচিব হিসেবে প্রধান এনামুল হক বিশ^াসকে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে। নবগঠিত কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, তিনি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি স্কুলের সার্বিক উন্নয়নে যথাযথ চেষ্টা করবেন।