জেলা ব্যাপি কোভিড কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ। শুক্রবার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলার অন্তর্ভূক্ত ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকদের অবগতির জন্য জানিয়েছেন, কোভিড-১৯ সাতক্ষীরা জেলায় মারাত্মক আকার ধারণ করায়, জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য জেলা ব্যাপি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং জেলায় বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে কোভিড-১৯ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র পরামর্শ মোতাবেক গঠন করার জন্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, প্রত্যেক কমিটিতে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করবেন, সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচা বাজারসহ মুদি দোকান সকাল ৮টা হতে বেলা ১১টা এবং ঔষধের দোকান সারাদিন খোলা থাকবে। উক্ত কোভিট-১৯ কমিটি স্থানীয় প্রশাসনকে সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদান করবেন। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উক্ত কমিটি জেলা ব্যাপি তদারকী করবেন। প্রেস বিজ্ঞপ্তি
জেলা ব্যাপি কোভিড কমিটি গঠনের আহ্বান সাতক্ষীরা জেলা আ‘লীগের
পূর্ববর্তী পোস্ট