নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। প্রধান প্রধান সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করলেও শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারীচালিত ভ্যানসহ ছোটখাট যানবাহন যথাররীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। মোবাইল কোর্টের ৫৪টি মামলায় ৪৬ হাজার ৯০০ টাকা আদায় করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালে যথাযথভাবে টিকাদান কর্মসুচি চলছে। গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫১৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন। ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জন পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২০দশমিক ৮৯ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ১৭ ও বেসরকারি হাসপাতালে চার জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০২ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১। হোম আইসোলেশনে অছেন এক হাজার ১৯ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫০ জন। #