কালিগঞ্জ প্রতিনিধি : “বঙ্গমাতা সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবাষির্কী উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত সুফল ভোগীদের মাঝে পা-চালিত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবতি‘র সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়াল ভাবে সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপার ভাইজার জয়দেব দত্তের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণপ্রাপ্ত উপকার ভোগী ৭জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।