আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা টু আশাশুনি সড়কে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে ও এক যুবক মারাত্মক আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩:২০ মিনিটে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যা সিনেমা হল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত নারীর নাম জাহানারা খাতুন (৬০)। তিনি দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া আবুল সরকারের স্ত্রী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সুকদেবপুর মেয়ে জামাইয়ের বাড়ি থেকে তার নাতি মাসুদ রানার ইঞ্জিনভ্যানে দেবহাটা উপজেলার বিল সিমুলবাড়িয়া গ্রামের উদ্দেশ্য রওনা হয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো জ-০৪-০০০২ মিনি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ ঘটনায় জাহানারা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ভ্যানচলক মাসুদ রানা গুরুতর আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক বাসচালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ও আশাশুনি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছান। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ থানা হেফাজতে নিয়ে যায়।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক বাসকে আমরা আটক করেছি। পরবর্তীতে প্রক্রিয়া অনুযায়ী লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।