নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সভাপতি স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকালে মোহাম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, শেখ রাসেল ছিল একজন মেধাবি, তীক্ষè বুদ্ধি সম্পন্ন, নেতৃতদানকারী ও প্রতিবাদি একজন শিশু। তার স্বল্প জীবনের এই সুপ্ত প্রতিভা এখনও প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণা। তাই আমি আজ এই শেখ রাসেল দিবসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই শিশু রাসেলকে অনুকরণ করে প্রতিটি শিক্ষার্থীকে তার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের একমাত্র হাতিয়ার শিক্ষা আর জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষাকে হাতিয়ার হিসাবে গ্রহন করে জীবনের সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এখন থেকেই মুক্তিযোদ্ধার চেতনায় নিজেকে গড়ে তুলাই তোমাদের জীবনের লক্ষ হওয়া উচিত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ, অভিভাবক সদস্য তনুপ কুমার সাহাসহ স্থানীয় শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা ও মৃত সকলের আত্মরা শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসিন উদ্দিন।