আশাশুনি প্রতিনিধি:
“হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিন্ট্যান্স থেকে নিস্তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’২১ উদযাপিত হয়েছে।
রবিবার সকালে ১৮-২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
আরএমও ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ ফারহানা ফারুক, ডাঃ সানজিদা সুলতানা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ দে, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন এর সঞ্চালনায় এসময় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।