কালিগঞ্জ প্রতিনিধি : অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নে প্রতিদ্বন্বিতাকারী প্রার্থীগনকে নিয়ে জনগনের মুখোমুখি প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সুজন সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম, সেলিম, সাকিবুর রহমান, এ্যাডঃ সেলিনা আখতার সেলি, এম ঈদুজ্জামান ইদ্রিস, শেখ সিরাজুল ইসলাম, ডাঃ মাহাবুবর রহমান, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, রোকনুজ্জামান রোকন, আশরাফুর রহমান, আজাহার হোসেন, সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমূখ। প্রশ্ন উত্তর পর্ব শেষে মৌতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান প্রার্থী হাতে হাত ধরে জনগনের সামনে সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রতিশ্রুতি বদ্ধ হন।