নিজস্ব প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটির অনুমোদন দেয়নি জেডিএল। গঠনতন্ত্রের বিধান প্রতিপালন পূর্বক ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার দিয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক।
গত ১৪ অক্টোবর বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত একটি পত্রে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে গত ৪ সেপ্টেম্বর ২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণসভা দুজন কর্মকর্তা তত্বাবধায়ন পূর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন সূত্রে জানাগেছে, ইউনিয়নের ২০১৯ Ñ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব উপস্থাপিত হয়নি এবং অনুমোদন হয়নি।
সভায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের তারিখ নির্ধারন এবং নির্বাচন কমিশন গঠন করা হয়নি। সভায় পরবর্তী তিন বছরের জন্য ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেকৃত গঠনতন্ত্রের পরিপন্থি। যে কারণে ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম অধিদপ্তর।