দেবহাটা ব্যুরো: দেবহাটায় বসতবাড়িতে সবজি ও সমন্বিত মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ৩দিন ব্যাপী প্রশিক্ষণটি বে—সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে শুরু হয়।
প্রশিক্ষণ টি উত্তরণ দেবহাটা কেন্দ্রে ২১ নভেম্বর শুরু হয়ে ২৩ তারিখে শেষ হবে। চলমান এ কর্মসূচি পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হাসান সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন
দেবহাটা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উত্তরণের দেবহাটা শাখা ব্যাবস্থাপক শফিকুল ইসলাম সহ সকল কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে দেবহাটার ৩০ জন সুবিধাভোগী অংশ নিয়েছেন।