বিশেষ ডেস্ক: আফগানিস্তান ইস্যুতে ওআইসির বিশেষ অধিবেশন যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রী ঢাকাতে তার নিজ বাসাতেই অবস্থান করছেন।
শারীরিক অসুস্থতার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সফর স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।শাহরিয়ার আলমে করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্র জানালেও এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর স্থগিতের খবর এলো। ইসলামাবাদে থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। সম্মেলন অংশ নিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।