নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে না আসা অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হয়েছে সংসদে। একইসাথে উন্নত দেশগুলো বাংলাদেশের প্রতি তাদের নিজেদের অন্যায় অভিমত চাপিয়ে দেয় বলেও অভিযোগ এসেছে।
সোমবার দুপুরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কার্যকরী সভাপতি (একাংশ) ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘গত শনিবার লন্ডন রক্তাক্ত হয়েছে। এ বছর মোট ৩ বার রক্তাক্র হয়েছে লন্ডন। যেখানে গত শনিবার রক্তাক্ত হয়েছে তার ২ কিলোমিটারের মধ্যে হোটেলে আমাদের ক্রিকেট দল অবস্থান করছিল। আমি খুব স্পষ্টভাবে বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলোকে বলতে চাই, আপনারা একই বিষয়ে অন্যরকম আচরন করেছেন। বাংলাদেশে এ ধরণের সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বলেছে, বাংলাদেশে নিরাপত্তা নাই, তারা খেলতে যেতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি জিজ্ঞেস করতে চাই, ম্যানচেস্টার এবং লন্ডনে এই যে ঘটনাগুলো ঘটল এই ঘটনাগুলোর পরে অস্ট্রেলিয়াতো বলেনি খেলা বন্ধ করে তারা দেশে ফেরত যাবে। অথচ বাংলাদেশের প্রতি যে আচরনটি তারা করল সেই আচরণ এ ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। বিশ্বের তথাকথিত মাধবরেরা অত্যান্ত অন্যায়ভাবে বাংলাদেশের মত দেশগুলোর উপর নিজেদের অন্যায়-অবিবেচনা প্রসূত অভিমত চাপিয়ে দেয়।’
তিনি বলেন, ‘তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আজকে কিন্তু জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কেউ এখন নিরাপদ নয়। এটা সারাবিশ্বের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছ, এ কথাটিই বাংলাদেশ বলেছিল। আমরা অত্যান্ত জনবহুল একটা দশ, এই জনবহুল দেশের নিরাপত্তার জন্য আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করছি। এবং সেই চেষ্টার প্রতিশ্রুতিতে আমরা ব্যাপারটিকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছি।’
এসময় লন্ডনে আক্রান্ত এবং নিহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা বীরের জাতি, ওরা খেলার মাঠ পরিত্যাগ করে আক্রান্ত লন্ডন ত্যাগ করে বাড়িতে ফিরে আসবে না।’