কলারোয়া প্রতিনিধি : নির্বাচন পরবর্তী সহিংসতায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে সাবেক মেম্বার সহ চারজন আহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে কেরালকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিসমত ইলিশপুর ভোট গননাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম (৪০), একই এলাকার নয়ন হোসেন (৩২), রাসেল (২২) ও আক্তার হোসেন (৩৮)।
স্থানীয়রা জানান, নির্বাচনের দিন কিসমত ইলিশপুরের কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গননা শেষে ভোটের ফলাফল নিয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলামের সমার্থক ও মুজিবুর রহমান মজুর সমার্থক এরমধ্যে জয়পরাজয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।
তাৎক্ষণিক সংঘর্ষে আহত হয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম সহ ২ দুই জন সমার্থক।
একই সময় নবাগত মেম্বার মুজিবার রহমান (মজুর) ২ দুই জন সমার্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে কিসমত ইলিশপুর ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়লে পরাজিত মেম্বার পদপ্রার্থীর সমার্থক বিজয়ী প্রাথীর অফিস ভাংচুর করে। এই খবরের পর বৃহস্পতিবার সকালে বিজয়ী প্রাথ্ী মুজিবার রহমানের সমার্থকেরা সাবেক মেম্বার সাইফুল ইসলামের অফিস ভাংচুর করে ।
এ ঘটনায় বিজয়ী মেম্বার মুজিবুর রহমান বলেন ভোট গননা শেষ মুহূর্তে পরাজিত মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম তার সমার্থকের নিয়ে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশের লাঠি চার্জ করলে তাহারা আহত হয়েছেন। আমরা তাহাদের কিছুই বলিনাই।
এদিকে পরাজিত প্রার্থীর সমার্থক মনিরুল ইসলাম জানান আমরা পূর্ণরায় ভোট গননা করার জন্য পিজাইডিং অফিসার হারুনর রশীদকে অনুরোধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা করে মজুর সন্ত্রাসী বাহিনী এতে মারাত্মক ভাবে আহত হয় সাইফুল ইসলাম তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি জানান সাইফুল ইসলাম একজন সফল মেম্বার তিনি ও তার সমার্থকেরা পূণরায় ভোট গননা করার জন্য অনুরোধ জানিয়েছেন এটা তাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু প্রিজাইডিং অফিসার তরি ঘুরি করে ভোটের ফলাফল দিয়েছে , আমরা এর বিরুদ্ধে কলারোয়া উপজেলা নিবার্চন কর্মকত্ার নিকট অভিযোগ দায়ের করবো।
কিসমত ইলিশপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ জানান আমি সহ মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের পোলিং এজেন্টের দাবি অনুযায়ী কয়েক বার ভোট গননা করেছি, এবং ভোটের ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে রেজাল্ট দিয়েছি ।
কলারোয়া থানার এস,আই ইসরাফিল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ করলে আমার সিনিয়র অফিসারকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ ক