ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা যুবলীগ নেতৃবৃন্দ রবিবার একটি কর্মসূচি থেকে সদর থানার সেকেন্ড অফিসারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মর্মে সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত খবরটি অস্বীকার করেছেন স্বয়ং জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। গতকাল আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা অস্বীকার করা হয়েছে। তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি নি¤েœ প্রকাশ করা হলোÑ
তিনি লিখেছেন, “প্রকাশিত খবরটি আমার দৃষ্টি গোচার হয়েছে। প্রকাশিত খবরে যা বলা হয়েছে তা সত্য নয় বিধায় আমি প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। মূলত: ০৪-০৬-২০১৭ তারিখের সমাবেশটি ছিল পস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে। প্রকাশিত খবরে সদর থানার এস আই মুবাশ্বের আলী বঙ্গবন্ধুর সঙ্গে কটুক্তি করা হয়েছে বলে যা উল্লেখ করেছে তা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আমার সাথে এ কথা বলেননি বা আমিও আমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা বলিনি। সভায় বক্তৃতা কালে কোন এক বক্তা কেন এমন কথা বলেছিলেন তা আমার বোধগম্য নয়। ব্যাপারটি নিয়ে জনগণের মাঝে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে কারণে আমার বিবৃতিটি আপনার প্রত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করছি।”