কালিগঞ্জ প্রতিনিধি :
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী অকুতভয় সৈনিক কালিগঞ্জের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলিম বক্সের বীর নিবাস ভবনের লে-আউট নির্মাণ কাজের অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ঠিকাদার কামরুল জামান প্রমূখ।
আবাসন প্রকল্পের আওতায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে প্রথম ধাপে ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ শুরু করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বীর নিবাস প্রকল্পে প্রতিটি ঘরের জন্য ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা রয়েছে। ভবনের ২টি বেডরুম, ১টি ডাইনিং রুম, ১টি ড্রয়িং রুম, ২টি টয়লেট, ১টি কিচেন রুম নির্মাণ করা হবে। চলতি বছরের জুন মাসের মধ্যে ঘরের নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে।