একরামুজামান জনি :
সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ।
সকাল ১০ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ দেশের দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনারের সামনে জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনের শুভ সূচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সুরেশ কুমার পান্ডের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
উদীচী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়, উদীচী কেন্দ্রীয় সংসদের নিবাহী সদস্য ও ঝিনাইদহ সংসদের সভাপতি কে এম শরিফুল ইসলাম, জাসদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অগ্রগতী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস, সংগঠনটির সহ-সভাপতি ইন্জিনিয়ার কবির উদ্দীন আহমেদ, শেখ মুহসিন আলী, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী প্রমূখ।
উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনটির বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।