জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটিকে বৈধ ঘোষণা করায় জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান ও সাধারন সম্পাদক আযম খসরুকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ বিকালে খুলনা রোড মোড় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য রবিউল ইসলাম রবি ,কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি,আব্দুস ছালাম, জাকির হোসেন টিটু,পৌর আহ্বায়ক আব্দুল আজিজ বাবু সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন সুজন, চঞ্চল, আব্দুর রাজ্জাক সদস্য রুবেল হোসেন-১,
ভ্যাদল, সাইফুল, সেলিম, রুবেল হোসেন-২, রাজু, রতন, বাবু, সাইদুল,আক্তার,সাকিব,মেহের আলী,হৃদয়, হযরতসহ জেলা পৌর ওয়ার্ড নেতৃবৃন্দ।
উল্লেখ্য: জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আযম খসরু নিজ স্বাক্ষরে সাতক্ষীরা, খুলনা, কক্সবাজারসহ ১২ জেলার মেয়াদ উত্তীর্ন জাতীয় শ্রমিকলীগের জেলা কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হন আবদুল্লা সরদার ও সদস্য সচিব করা হয় মাহমুদুল আলম বিবিসিকে। এর পর ৩ ফেব্রুয়ারী জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর কুতুব আলম মান্নানের পক্ষে এসব কমিটি বাতিল করা হয়েছে বলে বিবৃতি দেয়া হয়।
শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর কুতুব আলম মান্নান এক বিবৃতিতে জানান গত ৩ ফেব্রুয়ারী বিবৃতি তিনি প্রদান করেননি। যারা জঘন্য কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান। বিবৃতির ফলে সাতক্ষীরা, খুলনা, কক্সবাজারসহ ১২ জেলায় নবগঠিত আহ্বায়ক বহাল রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি