নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর ফাইনালে চ্যাম্পিয়ন সদর উপজেলা
রবিবার (২০ মার্চ) বিকাল তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে দেবহাটা উপজেলার ফুটবল দল বনাম সদর উপজেলা ফুটবল দলের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ভাগ্য নির্ধারীত পেনাল্টি শুট আউটের প্রথম শর্ট নিতে আসে সদরের সামসি। সামসি দেবহাটা গোলরক্ষক কাবিজকে বুকা বানিয়ে গোল দিলে সদর এগিয়ে যায়। দেবহাটার হয়ে কুসনেফ শর্ট নিতে আসে এবং যথারীতি গোল করে ১-১ সমতায় ফেরে। দেবহাটা হয়ে অন্য দুটি গোল করেন ওসমান ও মোস্তফা। দেবহাটার খেলোয়াড় মহানন্দের চতুর্থ শর্ট সদর উপজেলা ফুটবল দলের গোলরক্ষক মেহেদী ঠেকিয়ে দিলে জয়ের দারপ্রান্তে পৌঁছে যায় সদর।
পরে সদরের হয়ে পাঁচ নাম্বার শর্ট নিতে আসে শাহিন। শাহিন গোল করলে জয়ের উল্লাসে মেতে উঠে গোটা সাতক্ষীরা স্টেডিয়ামে আগত দর্শকরা। ফলে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল দল পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে দেবহাটা উপজেলা ফুটবল দলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এরআগে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনালের প্রথমার্ধের প্রথম মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে সদরের ৮ নাম্বার জার্সিধারী সামসির জুরালো শর্টে বল গোলবারের পাশ দিয়ে চলে যায়। পরমূহুর্তে দেবহাটার পাল্টা আক্রমণে ৮ নাম্বার জার্সিধারী উজবেকস্থানের কুসনেফের অসাধারণ ফ্রীকিক গোলবারের উপরের পাশ দিয়ে ঢুকার পুর্ব মূহুর্তে গোলকিপার মেহেদীর হাতের আলতু ছোয়ায় বল বাহিরে চলে যায়। এভাবে খেলা আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলার ২০ মিনিটের মাথায় দেবহাটা উপজেলার মিশরীয় খেলোয়াড় মোস্তফা মাঝ মাঠ থেকে লম্বা শর্টে বল সদরের ডি-বক্সের ভিতরে থাকা ৯ নাম্বার জার্সিধারী সাব্বিরের কাছে দেয়। সাব্বির ছোট শর্টে ১১ নাম্বার জার্সি পরিহিত সুজনের কাছে দেয়। দ্বিতীয়বারে দাঁড়িয়ে থাকা সুজন সুযোগ পেয়েই গোলবারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ১-০ গোলে এগিয়ে যায় দেবহাটা উপজেলা ফুটবল দল। খেলার ফলাফল দেবহাটা উপজেলা ফুটবল দল ১-০ সদর উপজেলা ফুটবল দল। খেলায় সারা স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মতো।
উভয় দলের সমর্থন কারী দর্শকদের উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়ামের প্রতিটা গ্যালারী। খেলায় সদর উপজেলা ফুটবল দল মরিয়া হয়ে উঠে গোল শোধ করার জন্য আর দেবহাটা উপজেলা দল আক্রমণে যায় গোলের সংখ্যা যোগ করতে। এভাবে খেলা চলতে থাকে। প্রথমার্ধের শেষ মিনিটের মাথায় সদরের ১০ নাম্বার জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় বেলালের ডি-বক্সের মধ্যে দেবহাটার গোলকিপার কাবিজকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। খেলায় দেবহাটা উপজেলা ফুটবল দল ১-০ গেলে এগিয়ে থেকে বিরতীতে যায় উভয় দল।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের তিনমিনিটের মাথায় সদরের ১৯ নাম্বার জার্সিধারী সুমনকে ডি-বক্সের মধ্যে অবৈধভাবে বাধাদেয় দেবহাটার রক্ষণভাগের খেলোয়াড় রায়হান। রেফারি বাঁশি বাজিয়ে খেলায় পেনাল্টি শুট আউটের নির্দেশ দেয়। সদর উপজেলা ফুটবল দলের সামসি সরাসরি পেনাল্টি শুটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরে। খেলার ফলাফল সদর ১-১ দেবহাটা উপজেলা ফুটবল দল। সমতার মাধ্যমে খেলা আবারও জমে উঠে।খেলা চলে আক্রমণ পাল্টা আক্রমণে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় সদরের সামসির আবারও অসাধারণ আক্রমণ রুকেদেয় দেবহাটার ডিফেন্ডার তোতন। আবারও আক্রমণে সদর উপজেলা ফুটবল দল। পাল্টা আক্রমণে দেবহাটা উপজেলা ফুটবল দল। উভয় দল গোল সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে খেলতে থাকে। খেলার ৭০ মিনিটের মাথায় দেবহাটার খেলোয়াড় কুসনেফের ফ্রী কীক সরাসরি গোলকিপার মেহেদী হাতে চলে যায়। ফলে খেলায় আর কোন অঘটন না ঘটায় ফল দেবহাটা উপজেলা ফুটবল দল ১-১ সদর উপজেলা ফুটবল দল। খেলায় উভয় দলের আর কোন গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। খেলায় কোন ফলাফল নির্ধারিত না হওয়ায় রেফারি সরাসরি পেনাল্টি শুট আউটের নির্দেশ প্রদান করে।
ফাইনাল খেলায় রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু।সহকারী রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন মো. ফারুক হোসেন স্বপন ও জাহাঙ্গীর কবীর। ম্যাচ রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।
এছাড়া ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল কাজী আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সদস্য কাজী আকতার হোসেন, ইদ্রিস আলী বাবু, আ হ ম আক্তারুজ্জামান মুকুল, ফারহা দিবা খান সাথী, ইকবাল কবীর খান বাপ্পী,
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় রাসেল।