নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর মরহুম হাজী আব্দুল ঢালীর বাড়ি প্রাঙ্গণে ৩২ তম ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর আহলে-সুন্নাত-ওয়াল-জামাতের প্রচারণায় মঙ্গলবার (২২মার্চ) আসর হতে মধ্যরাত পর্যন্ত এই ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন শংকরকাটি মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল বারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন ঢাকার উত্তরার আশকোনা জামে মসজিদের খতিব পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ অলি উল্যাহ আশেকী, দ্বিতীয় বক্তা ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ফেরদৌসী।
এতে সুমিষ্ট কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ হারুন অর রশিদ (বাদশা)।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী।