দেবহাটা ব্যুরো : দেবহাটায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধুকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আহত ঐ গৃহবধুর স্বামী উপজেলার ঘোনাপাড়া গ্রামের হাজারী লাল বিশ^াসের ছেলে সুকুমার বিশ^াস বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ মতে জানা গেছে, ঘোনাপাড়া সার্ব্বজনীন কালীমাতা মন্দিরের জমিতে সজনে, নারিকেল গাছসহ বিভিন্ন প্রকারের ফলফলাদী গাছ আছে। মঙ্গলবার ২২ মার্চ, ২২ ইং তারিখ দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামের কালিপদ সরকারের ছেলে পিন্টু সরকার, একই গ্রামের মৃত নিরাপদ সরকারের ছেলে কালিপদ সরকার, মৃত সুনীল স্বর্নকারের ছেলে মদুসুদন সরকার ও গোবিন্দ সরকার, মৃত সুষেন সরকারের ছেলে নীল কুমার সরকার, মৃত সাধন সরকারের ছেলে সুকুমার সরকার ও দেবকুমার সরকার, মৃত যোগীন্দ্রনাথ সরকারের ছেলে গোপাল সরকার ও নওয়াপাড়া গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম বিভিন্ন লাঠিসোটা নিয়ে বিবাদীরা মন্দিরের সজনে গাছের ডাল কাটতে থাকে।
উক্ত গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর বসত বাড়ির উঠানে বাদীকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় বাদীর স্ত্রী লক্ষী রানী (৩০) ও ছেলে জয়দেব বিশ^াস (১৭) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। এসময় লক্ষী রানীর পরিধেয় বস্ত্র ছিড়ে যায় এবং তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্নের দুল হারিয়ে যায়। এ ঘটনায় আহত লক্ষী রানীকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।