দেবহাটা ব্যুরো: দেবহাটায় আন্তর্জাতিক মানসম্মত একমাত্র টাই ল্যাংগুয়াল (বাংলা, ইংরেজি ও আরবি ভাষা ভিত্তিক) শিক্ষা প্রতিষ্ঠান ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থীরা। বেলা ১১ টায় অবিভাবকদের উপস্থতিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান, পরিচালক কবির হোসাইন, প্রিন্সিপাল নুর আলম সিপন, ভাইস প্রিন্সিপাল নাহিদ আল ফারুক, শিক্ষক মাহফুজুর রহমান, এসকে মাহবুব এলাহী, মো. নূর হোসেন, তানজিনা কবির, ফারিয়া সুলতানা, জান্নাতুন্নেছা, সোনালী খাতুন, আশরাফি, মোহাম্মদ মনিরুজ্জামান, মো. হেদায়েতুল্লা আল মামুনসহ সকল শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।