দেবহাটা ব্যুরো:
সাতক্ষীরা-মুন্সীগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার সখীপুরে প্রধান সড়কের পাশে নান্দনিক পরিবেশে অবস্থিত সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ। প্রয়াত কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ্জ মো.আব্দুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নানামুখী সহযোগিতায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারিকরণ হয় ২০১৮ সালে।
কলেজটিতে অনার্স চালু আছে ৬ টি বিষয়ে (ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যা)।
এছাড়াও কলেজটিতে চালু আছে-
এইচএসসি বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা, মানবিক ও বি.এম শাখা। স্নাতক পর্যায়ে চালু আছে-
বিএ, বিবিএ, বিবিএস ও বি-এসসি।
কলেজটির আরো আছে- বিজ্ঞান ভবন,শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইসিটি মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্ণার,সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ জামে মসজিদ, গেস্ট রুম, সান বাঁধানো বিশাল পুকুর, ফুটবল মাঠ, রোভার ডেন সহ নানা স্থাপনা ও নান্দনিক পরিবেশ।
তবে বিগত সময়ে ৩/৪ টি বিষয়ে অনার্স ৪র্থ বর্ষের ভাইভার কেন্দ্র হলেও এবছর প্রাণিবিদ্যা ব্যতীত অবশিষ্ট ৫ টি বিষয় অনার্স ৪র্থ বর্ষের ভাইভার কেন্দ্রও ঐতিহ্যবাহী কলেজটি।
এরই অংশ হিসেবে ২৭ মার্চ ২০২২ রবিবার ছিল সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ও আগত সীমান্ত আদর্শ কলেজের ব্যবস্থাপনা অনার্স ফাইনাল বর্ষের ভাইভা কেন্দ্র সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ।
বহি:পরীক্ষক ছিলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ও সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক।
মৌখিক পরীক্ষা শেষে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবসায় শিক্ষা ও মানবিক ভবনের সামনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইংরেজি বিভাগীয় প্রধান মোল্লা সাবীর হোসেন,
কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্জ মো.আব্দুল মজিদ, ব্যবস্থাপনা বিভাীয় প্রধান শেখ মিজানুর রহমান, একই বিভাগের সিনিয়র প্রভাষক মো.মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক মো.রোকনুজ্জামান, প্রভাষক মো.আনোয়ার সিদ্দিকী সহ সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আমরা সবাই থাকলেও এমন মুহূর্তে একজনের অনুপস্থিতি সকলকে বড়ই পীড়া দেয়।
তিনি হলেন ক্ষণজন্মা কর্মবীর, ১০ ফেব্রুয়ারি আমাদের থেকে একেবারে হারিয়ে যাওয়া সুমিষ্টভাষী ব্যক্তিত্ব, কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো.মইনুদ্দিন খান(৫৮)।
তবে এই অকাল প্রয়াত মানুষটির জন্য ভাইভা অনুষ্ঠানে আপ্যায়ন করানোর সাধ্য কারো না থাকলেও সকল সময় যার যার অবস্থানে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে শোককে শক্তিতে পরিণত করার তৌফিক দান করেন।
সাথে সকলে আরো দোয়া করি মাত্র ৪৭ বছর বয়সে ২২ জুন ২০২১ সালে আমাদের ছেড়ে চলে যাওয়া প্রাণ চাঞ্চল্য অফিস সহায়ক মো.মামুন ইসলাম মাওলার জন্য।
পাশাপাশি আরো দোয়া কামনা করি- মহান আল্লাহ যেন আমাদেরকে করোনামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আগের চেয়ে আরো ভালোভাবে লেখাপড়ার সুযোগ দান করেন।