নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দুই দফায় হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ১৬ মে রাত ৩ টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছাস্থ সংগ্রাম টাওয়ারের পিছনে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত দুই বছর পুর্বে শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের শাহানাজ মুকুল শহরের পলাশপোল মৌজার ইটাগাছাস্থ সংগ্রামের পিছনে খতিয়ান নং- ১৩১০১ ও ১৩৩০০ নং দাগে ৮ শতক সম্পত্তি কোবলা মূলে ক্রয় করেন। ক্রয়ের পর দীর্ঘ ২ বছর যাবত সেখানে বাড়িঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি উক্ত সম্পত্তিতে থাকা বাড়িতে মুকুলের আতœীয় রেশমা খাতুন পরিবার নিয়ে বসবাস করে। কিন্তু গত ১২ মে ২০২২ শহরের মধ্যকাটিয়া গ্রামের মোসলেম আলীর পুত্র মনিরুজ্জামান, কামালনগর গ্রামের মৃত. হাবিবুর রহমানের পুত্র হযরত আলী, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত সুজাত আলীর পুত্র রবিসহ কয়েকজন ব্যক্তি রাত ৯টার দিকে সেখানে গিয়ে রেশমা খাতুনকে ঘের থেকে বের হওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। সে সময় রেশমা উপায়ন্তর হয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যান।
এরপর গত ১৬ মে ২০২২ তারিখ রাত ৩টার দিকে উল্লেখিত ব্যক্তিরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বাড়িতে গিয়ে ঘরে থাকা মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা এবং তাদের আতœীয় রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। একপর্যায়ে বাড়ি ঘর ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় নাহিদা সুলতানা এবং রেশমা খাতুনকে মারপিট করে শ্লীলতাহানি ঘটনায়। সে সময় উল্লেখিত ব্যক্তিরা উক্ত সম্পত্তিতে থাকা ঘর ভেঙে গুড়িয়ে দেয় এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।
অথচ মনিরুজ্জামান,হযরত আলী ও রবি উক্ত সম্পত্তির কোন ওয়ারেশ নন বা ওই সম্পত্তির সাথে তাদের কোন সম্পর্ক নেই। শুধু মাত্র অবৈধভাবে দখলের উদ্দেশ্যেই এধরনের হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা অভিযোগ করেছেন।
এঘটনায় প্রতিকার চেয়ে মুকুলের স্ত্রী নাহিদা সুলতানা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
সাতক্ষীরায় অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর!
পূর্ববর্তী পোস্ট